এনআইডি (NID Card) ছবি পরিবর্তন করার সহজ পদ্ধতি NID Card Picture/Signature Change 2023
nid card photo correction online bd, nid picture change online 2023, nid correction bd, nid card, national id card, kivabe nid card photo change kirbo, national id card picture change online, how to change nid photo in bangladesh, how to change nid picture, এনআইডি ছবি পরিবর্তন, ভোটার আইডি কার্ডের ছবি পরিবর্তন, nid card picture change 2023, ভোটার আইডি কার্ডের ছবি পরিবর্তন করার নিয়ম, ভোটার আইডি কার্ডের ছবি সংশোধন, স্মার্ট কার্ডের ছবি পরিবর্তন,
জাতীয় পরিচয় পত্রের ছবি/স্বাক্ষর পরিবর্তন করতে যা যা করতে হবে:-
১) আপনি যে এলাকার ভোটার সেই এলাকার উপজেলা নির্বাচন অফিসে যেতে হবে এবং ম্যানুয়ালি আবেদন করতে হবে।
নির্দেশনা:-
২) নির্বাচন অফিসে লাইভ ছবি তুলতে হবে। স্টুডিওতে তোলা ছবি বা ফোন দিয়ে তোলা ছবি দেওয়ার অপশন নাই।
৩) ছবি/স্বাক্ষর পরিবর্তনের ক্ষেত্রে ২৩০/- টাকা ফি দিতে দিতে হবে।
৪) ছবি/স্বাক্ষর পরিবর্তনের ক্ষেত্রে উপজেলা নির্বাচন অফিসারের সিদ্ধান্ত চুড়ান্ত।
প্রয়োজনীয় ডকুমেন্ট:-
৫) ফরম-02 ( নির্বাচন অফিস কিম্বা প্রথম কমেন্টে লিংক দেওয়া আছে) ওখান খেকে নামিয়ে পুরন করতে হবে।
৬) জাতীয় পরিচন পত্রের ফটো কপি।
৭) ছবি/স্বাক্ষর সম্বলিত ডকুমেন্টস।
যেমন:- পাসপোর্ট, ড্রাইভং লাইসেন্স, ব্যাংকের কাগজাদি, রেজিষ্ট্রেশন, এডমিট কার্ড ইত্যাদি দিতে হবে।
যদি কিছুই না থাকে তাহলে উপজেলা নির্বাচন অফিসারের সাথে পরামর্শ করে আবেদন জমা দিন।
নিচের লিংক থেকে ফরম-02 ডাউনলোড করুন….